শরীরের অন্যান্য অংশের মতোই ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন। যত্নের অভাবে ঠোঁটের বেহাল দশা হয়।
ঠোঁটের যত্নে কমবেশি আমরা অনেকেই লিপবাম ব্যবহার করে থাকি। জানেন কি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারন লিমবাম? জেনে নিন কীভাবে বানাবেন।
শুধুমাত্র ভেসলিন আর নারকেল তেল দিয়েই একটা খুব সোজা লিপ বাম বানিয়ে নেওয়া যায়। তার জন্য সবার প্রথমে নিতে হবে এক চামচ পেট্রোলিয়াম জেলি।
সেটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন এক চামচ নারকেল তেল। এরপর দুটোকে ভালোভাবে মিশিয়ে ভরে ফেলুন কৌটোয়।
ওই মিশ্রণটি ঘরের তামপাত্রায় খানিকটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। মোটামুটি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলেই আপনার হোমমেড লিপ বাম তৈরি।
হাফ কাপ বিটরুট নিয়ে তার রস বের করে নিন। এরপর তাতে এক চামচ ঘি মিশিয়ে দিন। এই মিশ্রণটিকে ফ্রিজে ঢুকিয়ে দিন। ঠোঁটের কালো দাগ কিংবা কোনরকম ছোপ দূর করতে এই লিপবাম কিন্তু খুব উপযোগী।
বাড়িতে যদি স্ট্রবেরি আনা থাকে তবে তার সাথে নারকেল তেল মিশিয়ে তৈরি করে নিতে পারবেন লিপ বাম। প্রথমে একটা স্ট্রবেরি ছোট ছোট করে কুচিয়ে নিন।
এ বার তাতে তিন চামচ নারকেল তেল দিন। এরপর একটা কনটেইনারে ভরে ফ্রিজে জমিয়ে নিন। তৈরি স্ট্রবেরি ফ্লেভার লিপ বাম।