29 March 2024
মুখের ট্যান তুলুন পাকা পেঁপে দিয়ে
credit: istock
TV9 Bangla
পাকা পেঁপে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। সপ্তাহে দুই থেকে তিন দিন পর পর পেঁপের ফেসপ্যাক লাগালে মুখ উজ্জ্বল দেখাবে।
পাকা পেঁপে নিয়ে পেষ্ট করে নিন। এতে তিন চামচ মধু ও এক চামচ মুলতানি মিশিয়ে নিন।
এই ফেসপ্যাকটি আপনার ঘাড়ে এবং মুখে লাগান। আলতোভাবে ম্যাসাজ করুন।
তারপরে ওভাবেই পেস্টটি লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন।
পেস্ট শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপরে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
তাছাড়া আপনার ঘরে কলা থাকলে পেঁপের পাল্পের সঙ্গে মিশিয়ে নিন। এতেও অনেক উপকার পাবেন।
আপনি চাইলে হালকা গরম জল দিয়েও ধুতে পারেন। সপ্তাহে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
আর যদি ট্যানিং দূর করতে চান, তাহলে সেই পেঁপের পেস্টে অলিভ অয়েল এবং কয়েক ফোঁটা লেবুও দিতে পারেন।
আরও পড়ুন