04 March, 2024

পারফিউমের গন্ধ শরীরে থাকবে সারাদিন, জানুন উপায়

credit: Pinterest

TV9 Bangla

গন্ধ এমন এক জিনিস যা মানুষের ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকে। প্রথম দেখায় কারও গা থেকে দুর্গন্ধ বেরোলে তাতে মোটেই ভাল অভিজ্ঞতা হয় না।

আবার সুগন্ধ আলাদা মাত্রা যোগ করে একজনের ব্যক্তিত্বে। এই গন্ধের উৎস হল আপনি যে পারফিউম ব্যবহার করেন।

কিন্তু বেশির ভাগ পারফিউমই বেশিক্ষণ স্থায়ী হয় না। তা হলে কী করবেন যাতে আপনার শরীরে পারফিউমের সুগন্ধ বেশিক্ষণ থাকে?

 পারফিউম স্প্রে করবেন শরীরের যে অংশে সেখানে আগে একটু পেট্রোলিয়াম জেলি মেখে নিন। এতে বেশিক্ষণ স্থায়ী হবে গন্ধ।

সাধারণত যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের শরীরে পারফিউমের গন্ধ বেশিক্ষণ থাকে। তাই পারফিউম লাগানোর আগে সুগন্ধযুক্ত কোনও বডি লোশন লাগিয়ে নিন। তাহলে গন্ধ বেশিক্ষণ থাকবে।

শুধু বগলে বা গায় পারফিউম লাগালেই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায় না। হাতের কবজি, ঘাড়ে, কনুইয়ের ভিতর দিকে, হাঁটুর পিছন দিকে আর গোড়ালিতেও পারফিউম লাগান।

অনেকেই এই ভুলটা করেন। দুই হাতের কবজিতে পারফিউম লাগিয়ে একসঙ্গে তা ঘষেন। কিন্তু এতে গন্ধ খুব তাড়াতাড়ি উড়ে যায়।

এ ছাড়া পারফিউমের বোতল সবসময়ে একটি বাক্সের মধ্যে রাখবেন। দেখবেন যাতে কখনওই পারফিউমের বোতলে রোদ না লাগে।