29 July 2024
চুল হবে ঘন-কালো, বাড়িতেই বানান শ্যাম্পু
credit: istock
TV9 Bangla
ঘন-কালো চুল অধিকাংশ মেয়েরই পছন্দ। তার জন্য অনেকেই অনেক রকম পণ্য ব্যবহার করেন চুলে। তবে পণ্যগুলি সঠিক ও ভাল গুণমানের হওয়া জরুরি।
বাজারজাত পণ্যগুলিতে রাসায়নিক থাকে। ফলে এই সব পণ্য ব্যবহারের ফলে চুলের ক্ষতি হতে পারে।
বাজারজাত পণ্যের বদলে বাড়িতেই ঘরোয়া উপাদান দিয়ে রাসায়নিক মুক্ত প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করে নিতে পারেন।
শ্যাম্পু তৈরি করতে লাগবে শুকনো আমলকি, সিকাকাই, রিঠা, অ্যালোভেরা, কোতিলা, মেথি বীজ, তিসি বীজ ও চাল ভেজানো জল।
প্রথমে রিঠা, আমলকি, সিকাকাই, কোতিলা, তিসি ১০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। অন্যদিকে তিসি ও মেথি বীজ সেদ্ধ করুন।
সেদ্ধ তিসি ও মেথি বীজের মধ্যে কোতিলা, আমলকি, সিকাকাই এবং চালের জল দিয়ে ঠান্ডা করুন।
মিশ্রণটি ঠান্ডা হলে তার মধ্যে রিঠা ভেজানো জল দিন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করুন।
এবার ব্লেন্ড করা মিশ্রণটি ছেঁকে নিয়ে পরিষ্কার শিশিতে ঢালুন। ব্যাস, তৈরি প্রাকৃতিক শ্যাম্পু। এটা নিয়মিত মাথায় লাগালেই চুল হবে ঘন ও কালো।
আরও পড়ুন