পুজোর আগে বাড়িতেই সাজান আড্ডাখানা

28 September 2023

পুজোকে ঘিরে সব মানুষেরই থাকে প্রচুর প্ল্যানিং। সারা বছরের ব্যস্ততা কাটিয়ে সকলের সঙ্গে দেখা করার সুযোগ হয় না। কাজের প্রয়োজনে অনেকেই বাড়ির বাইরে থাকেন

তবে পুজোর সময় সকলেই চেষ্টা করেন প্রবাস থেকে নিজের বাড়িতে ফেরার। সারা বছর এই সময়টার জন্যই আমরা সকলে মুখিয়ে থাকি। পুজো মানেই দেদার আড্ডা আর খাওয়া দাওয়া

সারা বছরের জমিয়ে রাখা গল্পের ঝুলি এই কয়েকদিনেই যেন বন্ধুসের মধ্যে উজাড় করে দেওয়ার একটা ব্যস্ততা থাকে। শুধু তাই নয়, পুজোয় শুধুমাত্র পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও দারুণ লাগে

পুজোর আগে তাই ভোলবেদলে ফেলুন বাড়ির বারান্দার। এখানে বসেই হোক দেদার আড্ডা। নিজের বাড়ির বারান্ডায় বসে আড্ডা মারার মধ্যে অন্য রকম একটা মজা থাকে, সাজিয়ে ফেলুন গাছ-আলোতে

এখন সকলের বাড়িতেই প্রচুর রকম ইন্ডোর প্ল্যান্ট থাকে আর তাই আড্ডা দেওয়ার জন্য বাড়িতেই সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে নিন, কিছু হ্যাঙ্গিং পটও রাখুন

এখন বাজারে অনেক রকম আলো কিনতে পাওয়া যায়। হ্যাঙ্গিং আলো, ড্রিম ক্যাচার্স, রঙিন পতাকা এসব ঝোলাতে পারেন। এতে দেখতে খুব ভাল লাগে, সুন্দর পজেটিভ একটা ভাইবস আসে

রং-বে রঙ এর কুশান রাখতে পারেন। এখন অনেক রকম সুন্দর উডেন টেবিল পাওয়া যায়। প্রয়োজনে সেই রকম টেবিল রাখতে পারেন। এতে চা বা কফি কাপ রাখা যাবে

বারন্দা সাজাতে সব থেকে গুরুত্বপূর্ণ হল আলো। আর তাই সুন্দর আলো কিনতে ভুলবেন না। রাইস লাইট খুব ভাল লাগে দেখতে, এছাড়াও এখন অনেক রকম হ্যাঙ্গিং আলো পাওয়া যায়, তাই দিয়েও সাজাতে পারেন