বর্ষা আসতেই বেড়েছে মশার উপোদ্রব
ঘরে কোণে ঘুরে বেড়াচ্ছে মশা
এই মশা থেকে হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো অসুখ
জানুন ঘরোয়া উপায়ে কীভাবে মশা থেকে মুক্তি পাবেন
বাড়ির কোনও জায়গায় জল জমতে দেবেন না
কারণ ওই জমা জলেই বংশবিস্তার করে মশা
ঘরে ধুনো দিতে পারেন তাতে মশা দূর হয়
নিমের ডাল ঘরে ঝুলিয়ে রাখলেও কাজ হবে
এছাড়া ঘরে কর্পূর রাখলেও মশা আসে না