28th June, 2025
বসে না দাঁড়িয়ে কীভাবে ঢালবেন শিবলিঙ্গে জল?
TV9 Bangla
Credit - PTI
জুন মাস শেষ হল বলে। জুলাই মাসের ১৪ তারিখ পড়ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন।
অনেকে শ্রাবণ মাসের সোমবার উপোস করেন। ভোলেবাবাকে তুষ্ট করার জন্য অনেকে শিবলিঙ্গে জল ঢালেন। আপনি কি জানেন শিবলিঙ্গে বসে না দাঁড়িয়ে জল ঢালা উচিত?
শিবলিঙ্গে জল ঢালার সময় ভুলেও দাঁড়িয়ে থাকা ঠিক নয়। নিয়ম বলছে, শুধু শ্রাবণই নয়, যে সময় শিবলিঙ্গে জল ঢালবেন কেউ, তখন বসেই তা ঢালা উচিত।
দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পন করা উচিত নয়। অনেকের বিশ্বাস, তাতে মহাদেব রুষ্ট হন। অনেকে এও বলেন, পুজোর পুরো ফলও মেলে না।
শিবলিঙ্গে যেমন বসে জল ঢালতে হয়, তেমনই জল ঢালার আরও কিছু নিয়ম রয়েছে। যেমন - জল ঢালার সময় মহাদেবের ভক্তর মুখ উত্তর দিকে থাকা উচিত।
কোন পাত্রে শিবলিঙ্গে জল ঢালা ভালো? শিবলিঙ্গে ভক্তিভরে জল ঢালার সময় স্টিলের পাত্র না ব্যবহার করে তামা বা ব্রোঞ্জের পাত্র বেছে নেওয়া ভালো।
শিবলিঙ্গে জল ঢালার সময় 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করতে পারেন। এ ছাড়া ডান হাতে করে শিবলিঙ্গে জল ঢালা উচিত।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুধর্ম ও ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন