10th June, 2025

বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে যাচ্ছেন? লাগেজে যে সব জিনিস অবশ্যই রাখবেন

TV9 Bangla

Credit -  Freepik

বর্ষাকাল মানেই কখনও ঝমঝমিয়ে বৃষ্টি, কখনও আবার ঝিরিঝিরি বৃষ্টি। এমন সময় অনেকেই জঙ্গল বা পাহাড়ে বেড়াতে যেতে ভালোবাসেন।

বর্ষাকালে বেড়াতে যাওয়ার সময় খুব মনোযোগী হয়ে লাগেজ ব্যাগ গোছাতে হয়। বেশ কিছু প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে গেলেই ট্রিপটাই মাটি হয়ে যায়।

বর্ষাকালে হালকা ও সুতির জামাকাপড় নিয়ে বেড়াতে যাওয়া ভালো। তা খুব সহজেই শুকিয়েও যায়। অতিরিক্ত পোশাক নিয়ে যাবেন না। দরকারি কাপড় নিতে হবে।

বৃষ্টির মাঝে বেড়ানোর প্ল্যান করলে সবচেয়ে জরুরি একখানা ভালো কোয়ালিটির ওয়াটারপ্রুফ ব্যাগ। তাতে রেন কভারও রাখবেন।

ছোট্ট ছাতা ও রেইনকোট রাখবেন ট্র্যাভেল ব্যাগে। কারণ, যদি পাহাড়ি এলাকায় বেড়াতে যান, আচমকা বৃষ্টি শুরু হয়, তা হলে যাতে বাড়িতে বসে না থাকতে হয়, তাই এই দুই জিনিস রাখা জরুরি।

ওয়াটারপ্রুফ ফোন কভার ও পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বর্ষায় বেড়াতে যাওয়া প্রয়োজন। অনেক সময় মোবাইল ভিজে গেলে তা বন্ধ হয়ে যেতে পারে। তাই ওয়াটারপ্রুফ ফোন কভার রাখা দরকার।

বর্ষাকালে বেড়াতে গেলে নিজের প্রয়োজনীয় ওষুধ সব সময় সঙ্গে রাখা প্রয়োজন। বর্ষায় পেটের সমস্যা, ঠান্ডা লাগা, সর্দি কাশি সাধারণ বিষয়। তাই এ সবের ওষুধ নেওয়া জরুরি।

বৃষ্টি মানেই চারিদিকে জল। বর্ষাকালে ভেজা জায়গায় চলাফেরা করতে হলে স্লিপপ্রুফ স্যান্ডেল বা জুতো অত্যন্ত প্রয়োজনীয়।