31 MAY 2025

কী ভাবে পালন করতে হয় জামাইষষ্ঠী? জেনে নিন সঠিক নিয়ম

credit:Pinterest

TV9 Bangla

নিজের মেয়ে-জামাইয়ের মঙ্গল কামনায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালি পরিবারে জামাইষষ্ঠী পালনের রীতি রয়েছে।

জামাইষষ্ঠী পালন মানেই হয়তো অনেকে ভাবেন কেবল জামাইকে ডেকে ভাল-মন্দ পদ রেঁধে খাওয়ানো। আসলে তেমনটা নয়। রয়েছে আরও নিয়ম কানুন। জামাইষষ্ঠীতে কোন কোন নিয়ম মানতে হয়?

জামাইষষ্ঠীর অন্যতম নিয়মের মধ্যে পড়ে জামাইকে তালপাতার পাখা দিয়ে বাতাস করা। একটা তালপাতার তৈরি নতুন পাখা কিনতে হবে।

মনে রাখবেন যে কোনও হাতপাখা নয়। পাখাটা অবশ্যই তালপাতার হতে হবে। সেটিকে পুজোর অন্যান্য সামগ্রীর সঙ্গে রেখে পুজো করতে হবে।

১০৮টি দূর্বা, পাঁচ, সাত অথবা নয় রকমের বিজোড় সংখ্যার ফল, ফুল ও মিষ্টি সহকারে মা ষষ্ঠীর পুজো করতে হয়। জামাইকে একটি আসনে বসিয়ে, বরণ করে কপালে দইয়ের ফোঁটা দিতে হয়।

ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়। এর পর ওই পুজো  করা তালপাতার পাখা জলে ভিজিয়ে জামাইকে হাওয়া করতে হবে। সঙ্গে তিন বার 'ষাট ষাট ষাট' বলতে হয়। মনে রাখবেন এই সব নিয়ম শাশুড়িকে পালন করতে হয়।

জামাই ও মেয়ের জীবনে যাতে বিপদমুক্ত থাকে তার জন্য এই ব্রত পালন করতে হয়। এতে দীর্ঘায়ু লাভ করতে পারবেন। সুখে-শান্তিতে জীবন যাপন করতে পারবেন।

পুজো শেষ না হওয়া অবধি শাশুড়িকে উপোস করতে হয়। মেয়ে-জামাইয়ের বৈবাহিক সম্পর্ক অটুট রাখতে জামাইয়ের হাতে হলুদ এবং তেল মাখানো দড়ি বেঁধে দেওয়ার রীতি রয়েছে।