১৪ জুলাই শ্রাবণের প্রথম সোমবার, কীভাবে শিবের ব্রত পালন করলে পূর্ণ হবে মনবাঞ্ছা?
Credits:, Getty Images
TV9 Bangla
ক'দিন পরেই শুরু শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই শিবের বার। এই মাস জুড়ে প্রতি সোমবার শিবলিঙ্গে জল-দুধ দিয়ে অভিষেক করলে, শিবের ব্রত পালন করলে অপূর্ণ আশা পূর্ণ হয়।
শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়, বিশেষ করে ভগবান শিবের উপাসকদের জন্য। এই মাসে প্রতিটি সোমবার শ্রাবণ সোমব্রত পালন করা উচিত। কীভাবে তা করবেন?
ব্রত পালনের দিন সকালে সূর্যোদয়ের পূর্বে উঠতে হবে। স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরতে হবে। মনকে পবিত্র ও একাগ্র রাখতে হবে। অনেকে ব্রতের আগের দিন নিরামিষ আহার করেন।
ব্রতকারীরা সারাদিন উপোস পালন করেন। কেউ কেউ একবার ফল খেয়ে বা শুধুমাত্র জল পান করে ব্রত পালন করেন। আবার কেউ কেউ নির্জলা উপোস করে থাকেন।
স্নান শেষে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে অভিষেক করতে হয়। এই সময় শিবের ১০৮টি নাম বা 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করতে হবে। বেলপাতা, ধুতুরো, আকন্দ ফুল শিবকে অর্পণ করলে ভাল।
পুজোয় অর্পণের জন্য প্রয়োজন বেলপাতা, দুধ ও গঙ্গাজল, ধুতুরা ও আকন্দ ফুল, চন্দন, ধূপ, প্রদীপ, ফল ও মিষ্টি।
যদি সম্ভব হয় তবে পুরোহিতের মাধ্যমে রুদ্রাভিষেক করালে ভাল। নিজেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব চতুর্দশী মন্ত্র জপ করতে পারেন। ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল শ্রাবণ সোমব্রতের কাহিনি শোনা বা পাঠ করা। এতে ব্রতের পূর্ণতা আসে।
সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে বা বাড়িতে শিবের সামনে প্রদীপ জ্বালাতে হয়। একবার শিবের নাম জপ করতে হয়। পরদিন সূর্যোদয়ের পর ব্রত সমাপ্ত করতে হয়। তখন সাদামাটি খাবার দিয়ে উপবাস ভঙ্গ করা হয়।