18 May, 2024

সিকিমের 'গ্রেট লেক'-এর গল্প শুনেছেন? 

credit: google

TV9 Bangla

গুরুদংমার লেক যেতে পারছেন না বলে মন খারাপ অনেক পর্যটকেরই। এখনও পর্যন্ত লাচেনের দরজা বন্ধ পর্যটকদের জন্য। 

গুরুদংমার লেক যাওয়ার বদলে ঘুরে দেখতে পারেন সাংলাফু চো (লেক)। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই সাংলাফু লেক। 

লাচুং থেকে ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট খুব কাছেই। এই জিরো পয়েন্ট থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত সাংলাফু লেক।

এবার নর্থ সিকিম গেলে ঘুরে দেখতে পারেন সাংলাফু লেক। পর্যটকদের সঙ্গে লেক খুলে দেওয়ায় উচ্ছ্বসিত সেখানকার বৌদ্ধ সন্ন্যাসীরাও। 

স্থানীয়দের কাছে এই সাংলাফু লেক ‘গ্রেট লেক’ নামে পরিচিত। অতন্ত পবিত্র লেক এটি। স্থানীয়রা এখানে প্রার্থনা করতে যেত।

সাংলাফু লেক সমৃদ্ধ ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক। স্থানীয়দের কাছে তীর্থ ক্ষেত্রের মতোই জনপ্রিয় সাংলাফু লেক।

৫০৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই সাংলাফু লেক। এই পর্যটনকেন্দ্র আগামী দিনে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা। 

বেড়াতে গেলে সাংলাফু লেকের চারপাশে নোংরা ফেলে পরিবেশ নষ্ট করা চলবে না। বজায় রাখতে হবে শান্তি ও পরিচ্ছন্নতা। ফেলা যাবে না প্ল্যাস্টিক, থুতুও।