11 March 2024
মেকআপ করার আগে ত্বকের যত্ন নিন
credit: istock
TV9 Bangla
কারও নিত্যদিনের সঙ্গী মেকআপ। অফিস বেরোনোর আগে একটু টাচ-আপ করে নেন। আবার কেউ ছ'মাসে-ন'মাসে মেকআপে হাত দেন।
রোজ মেকআপ করুন বা মাঝেমধ্যে, ত্বকের যত্ন নেওয়ার কথা ভুললে চলবে না। ধৈর্যের সঙ্গে মেকআপ তুলতে হয় এবং ত্বকের যত্ন নিতে হবে।
মেকআপ তোলার পর যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার, তেমনই মেকআপ করার আগেও ত্বকের খেয়াল রাখতে হবে। তবেই মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
মূলত মেকআপকে লং লাস্টিং করার জন্য এবং ত্বকের উপর মেকআপের ক্ষতিকারক প্রভাব না পড়ে, তার জন্য স্কিন কেয়ার জরুরি।
মেকআপ শুরুর আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখের রোমকূপে যেন কোনও ময়লা, তেল জমে না থাকে, খেয়াল রাখুন।
মুখ ধোয়ার পর ত্বকের আইস কিউব ঘষে নিন। বরফ ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
এরপর ত্বকে টোনার স্প্রে করুন। তারপর মেখে নিন ভিটামিন সি বা ভিটামিন ই সিরাম। একদম শেষে মুখে মাখুন হাইড্রেটিং ময়েশ্চারাইজার।
এবার মেকআপ প্রাইমার মেখে নিন। প্রাইমার মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। এতে মেকআপও সুন্দর হবে।
আরও পড়ুন