চালে পোকা ধরেছে? রইল সমাধান

19 August 2023

প্রায় অনেক বাড়িতেই সারা মাসের চাল একসঙ্গে কিনে মজুত করে রাখা হয়। এর যেমন সুবিধা রয়েছে তেমনই রয়েছে অসুবিধাও

কারণ চাল মজুত করে রাখলে অনেকসময়ই পোকা হয়ে যায়। ফলে চাল নষ্ট হয়

এই সমস্যায় থেকে মুক্তির কিছু ঘরোয়া সমাধান রয়েছে। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

চালের পোকা কমানোর দারুণ একটি প্রতিকার হল তেজপাতা। চালের পাত্রে একটি তেজপাতা ফেলে রাখুন তাহলেই আর পোকা ধরবে না

একইভাবে ব্য়বহার করতে পারেন নিমপাতাও। এই পাতা চালের পাত্রে রাখলে আর ধারে-কাছে ঘেঁষবে না পোকা

রসুনেও কাজ হবে। যে পাত্রে চাল মজুত করে রাখছেন তাতে একটা খোসা ছাড়ানো রসুন ফেলে দিন। কাজ হবে

যদি চালে প্রচুর পরিমাণে পোকা ধরে যায়, তবে সূর্যের আলোয় চালগুলো মেলে দিন কিছুক্ষণ। প্রখর তাপে পোকা পালাবে।

চালের মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারেন, তাহলেই আর পোকা আসবে না

গোলমরিচও চালের পোকা দূর করতে পারে। এক মুঠো গোটা গোলমরিচ চাল রাখার জায়গায় দিয়ে রাখুন। পোকা ধারেকাছেও ঘেঁষবে না