4 May, 2024
ধূপ ছাড়াই ঘর থেকে মশা তাড়ান
credit: istock
TV9 Bangla
গরম বাড়তেই মশাদের উপদ্রব বেড়েছে। গরমে মশারি খাঁটিয়ে ঘুমনো যাচ্ছে না। আবার মশাদের জ্বালায় ঘুমও আসতে চাইছে না।
ঘরে একটা মশা থেকে গেলেও আপনি গোটা রাতটা নষ্ট করে দিতে পারে। তাছাড়া মশাবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
প্রতি বছর মশা বাহিত রোগে বহু মানুষের মৃত্যু হয়। ডেঙ্গি, এনসেফালাইটিস, জাপানি এনসেফালাইটিস, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ায় মশা।
মশার কামড়ে আপনার প্রাণও চলে যেতে পারে। প্রথমে শুধু জ্বর থাকে। তারপরেই অবস্থার অবনতি হয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়।
মশা তাড়ানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের ধূপ, তেল পাওয়া যায়। এগুলো খুব বেশি কার্যকর হয় না। পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়।
গরমে কোনওভাবেই দরজা-জানালা বন্ধ করে রাখা যায় না। মশারি খাঁটিয়েও ঘুমনো যাবে না। তাহলে কোন টোটকায় মশা তাড়াবেন?
ঘরে লেমনগ্রাস অয়েল, পেপারমিন্ট অয়েল ও ভ্যানিলিন অয়েল ব্যবহার করুন। এসব তেল একসঙ্গে মিশিয়ে ডিফিজারে রেখে দিন।
তেলের কড়া গন্ধে মশা দূর পালাবে। এছাড়া নিয়মিত কলা, রসুন, ডাল, বীজ এসব খেলেও মশার কামড় থেকে সহজেই রেহাই মেলে।
আরও পড়ুন