এমনিতে গাছে জল দিলে তা তরতাজা হয়, বড় হয়। কিন্তু অতিরিক্ত জল মোটেও ভালো নয়। বৃষ্টির জল গাছের জন্য ভালো। সেটাও অতিরিক্ত হওয়া উচিত নয়।
বর্ষাকালে সাধের বাগানের একটু বেশি যত্ন নিতে হয়। না হলে সব গাছ পচে যাওয়ার, পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভবনা বাড়ে।
অতিরিক্ত বৃষ্টির হাত থেকে সাধের গাছ বাঁচাতে হলে প্রথমেই জল নিকাশের ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
বর্ষাকালে বাগানে যে গাছ থাকে সেগুলির গোড়ার মাটি আলগা করে দেওয়া প্রয়োজন। আসলে অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গেলে শিকড় পচে যেতে পারে।
যদি বাগানের টবে গাছ লাগানো থাকে, সেক্ষেত্রে টবের ড্রেনেজ সিস্টেমের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। দরকার হলে একটি প্লেট বা ট্রে-র উপর টব রাখতে পারেন।
অতিরিক্ত বৃষ্টির জন্য গাছের পাতা বা ডালে ছত্রাকের আক্রমণ বাড়ে। তাই উচিত এই সময় ছত্রাক নাশক স্প্রে ব্যবহার করা।
অনেকে শখ করে গাছ লাগান ঠিকই, কিন্তু অতিরিক্ত সময় দিয়ে তার পরিচর্যা করার সময় পান না। তারা বাগানে শেড লাগানোর ব্যবস্থা করতে পারেন। তাতে বৃষ্টির জল গাছে আঘাত করবে না।
যদি অতিরিক্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানতে পারেন, তা হলে বাগানের কিছু গাছ নিরাপদ স্থানে সরিয়ে রাখতে পারেন।