29 July 2024
জামা-জুতো-ব্যাগ, বর্ষায় যত্ন নেবেন কীভাবে?
credit: istock
TV9 Bangla
বর্ষাকাল মানেই চারদিকে স্যাঁতস্যাঁতে ভাব। ঘরের মধ্যে ভ্যাপসা গন্ধ। বাতাসে অত্যধিক আর্দ্রতাই বাড়াচ্ছে রোজকারের সমস্যা।
বর্ষায় বাড়ির আসবাবপত্রেরও বাড়তি যত্নের দরকার পড়ে। চামড়ার ব্যাগ-জুতোতে সাদা ছোপ পড়ে যায়। জামাকাপড় থেকেও গন্ধ ছাড়ে।
বর্ষাকালে বাড়িঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে একটু কসরত আপনাকেও করতে হবে। বর্ষায় বাড়ির জিনিসপত্রের যত্ন নিন এভাবে।
বর্ষায় কাঠের আসবাবপত্রে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। যদি ভিজে ভাব থাকে। কাঠের আসবাবপত্র এক বার বার্নিশ করিয়ে নিন।
রট আয়রনের ঘাট বা স্টিমের আলমারিতে কোনও অংশে যাতে মরচে না পড়ে, সেক্ষেত্রে প্লাস্টিক বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন।
জামাকাপড় থেকে পচা গন্ধ দূর করতে সাবানের সঙ্গে এক চামচ ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে কেচে নিন। ভাল করে শুকিয়ে নিন।
জামাকাপড়ের আলমারিতে ন্যাপথলিনের পাশাপাশি শুকনো নিমপাতা, কর্পূর রাখুন। এতে পোকা ধরবে না এবং ভ্যাপসা গন্ধ ছাড়বে না।
বর্ষায় চামড়ার জিনিসে ছত্রাকের আক্রমণ বাড়ে। জুতো, ব্যাগে সাদা দাগ দেখা দেয়। বর্ষায় চামড়ার জিনিস পরিষ্কার কাপড়ে মুড়ে রাখুন।
আরও পড়ুন