চুটকিতে করা যাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড, জানুন সেই উপায়
Credit - Getty Images
TV9 Bangla
বিপুল সংখ্যক মানুষ হোয়াটসঅ্যাপ কল করার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা যায় না।
এক অতি সহজ উপায়ে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। এর জন্য কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজনও পড়বে না।
মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যাবে। এর জন্য আপনাকে নিজের ফোনের একটি ফিচার ব্যবহার করতে হবে।
কোনও ব্যাক্তি যদি হোয়াটসঅ্যাপ কল রিসিভ করার পর নিজের ফোনে স্ক্রিন রেকর্ডিং অন করেন, তা হবে সমস্যার সমাধান।
এই ফিচারটি ফোনে চালু হওয়ার সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন রেকর্ড করা শুরু হবে। তাতে হোয়াটসঅ্যাপ কলটিও রেকর্ড হওয়া শুরু হবে।
এই ভাবে কোনও ব্যক্তি কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড না করেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন। বেশিরভাগ ফোনেই এই ফিচারটি সহজেই খুঁজে পাওয়া যায়।
নিজের ফোনের নোটিফিকেশন বার স্ক্রল করলেই দেখা যায় স্ক্রিন রেকর্ডিং ফিচারটি। সেখানে ক্যামেরা লোগো দেওয়া স্ক্রি রেকর্ডিং ফিচারটি রয়েছে।
এই ফিচারটি অন করার পর সহজেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যাবে। এবং গ্যালারিতে অতি সহজেই তা খুঁজেও পাবেন।