একটি সেটিংস জানলেই থার্ড পার্টি অ্যাপ ছাড়াও রেকর্ড করা যাবে হোয়াটসঅ্যাপ কল
insomnia 3

23 DEC 2024

একটি সেটিংস জানলেই থার্ড পার্টি অ্যাপ ছাড়াও রেকর্ড করা যাবে হোয়াটসঅ্যাপ কল

credit: Getty Images

image

TV9 Bangla

এতদিন কেবল সাধারণ ফোন রেকর্ড করা যেত। কিন্তু হোয়াটসঅ্যাপে কল বা ভিডিয়ো কল করলে তা রেকর্ড করাড় কোনও উপায় ছিল না। তবে এই বার সেই সমস্যার সমাধান সম্ভব।

এতদিন কেবল সাধারণ ফোন রেকর্ড করা যেত। কিন্তু হোয়াটসঅ্যাপে কল বা ভিডিয়ো কল করলে তা রেকর্ড করাড় কোনও উপায় ছিল না। তবে এই বার সেই সমস্যার সমাধান সম্ভব।

হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। এর মাধ্যমে ম্যাসেজ করার পাশাপাশি ভিডিয়ো এবং ভয়েস কল করা যায়।

হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। এর মাধ্যমে ম্যাসেজ করার পাশাপাশি ভিডিয়ো এবং ভয়েস কল করা যায়।

অথচ হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যেত না। তাই অনেক ক্ষেত্রে অপরাধীরাও হোয়াটসঅ্যাপ কলকেই তাঁদের অপরাধের মাধ্যম হিসাবে ব্যবহার করেছে। এমনকি হালে এই হোয়াটসঅ্যাপ কল করেই ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা ঘটেছে।

অথচ হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যেত না। তাই অনেক ক্ষেত্রে অপরাধীরাও হোয়াটসঅ্যাপ কলকেই তাঁদের অপরাধের মাধ্যম হিসাবে ব্যবহার করেছে। এমনকি হালে এই হোয়াটসঅ্যাপ কল করেই ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা ঘটেছে।  

তবে একটি সেটিংস জানা থাকলে কিন্তু খুব সহজে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব। তবে তার জন্য কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। কী ভাবে জানেন?

হোয়াটসঅ্যাপে কোনও কল এলে প্রথমে সেই ফোনটিকে ধরুন। এবার চট করে, সেই স্মার্ট ফোনের স্ক্রিন রেকর্ডারটি অন করে দিন।

যখনই আপনি স্ক্রিন রেকর্ডিং অন করবেন, গোটা ফোনে যা যা করবেন তা রেকর্ড হতে থাকবে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে কী কথা বলছেন তাও রেকর্ড হয়ে যাবে।

এই ভাবেই কোনও থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন। কল শেষ হয়ে গেলে আবার স্ক্রিন রেকর্ডিংটি অফ করে দিন।

যখন প্রয়োজন পড়বে, মোবাইলের গ্যালারিতে গেলে হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং খুঁজে পাবেন। যখন প্রয়োজন পড়বে সেই রেকর্ডিং দেখতে পারবেন।