পুজোর আগে হোক হেঁশেলের ভোলবদল

09 September 2023

অনেকেই রান্না করতে ভালোবাসেন। কারও কাছে এটি রোজনামচা আবার কেউ সখে রান্না করেন। অনেকেই বলেন, রান্নার মতো স্ট্রেস বাস্টার আর হয় না। আপনার হেঁশেলের দেওয়াল সাজানোর কথা ভেবেছেন কখনও?

রান্নাঘরের দেওয়ালে পছন্দসই আর্টওয়ার্ক রাখুন। এর ওপরে বা নিচে হুক লাগিয়ে সেখানে ঝুলিয়ে রাখুন সসপ্যান বা হাতলসমেত বাসনপত্র। লুকে আসবে নতুনত্ব

কিচেনের ডিজাইনে ক্যাবিনেটের কিছু অংশ মুড়ে ফেলুন চক বোর্ড দিয়ে। সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারেন। ক্রিয়েটিভ স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন

আপনার রান্নাঘরের দেওয়াল উঁচু হলে হাই হাঙ্গ আর্ট ডিজাইন ব্যবহার করুন। দেওয়ালে সাদা রঙ করে টাঙান বিভিন্ন আর্টওয়ার্ক। যেহেতু দেওয়াল সাদা ফলে কনট্রাস্ট হিসেবে উজ্জ্বল ছবি বাছুন

কিউবি ডিসপ্লে ডিজাইনে রান্নাঘরের এক কোণায় একাধিক তাকযুক্ত চৌকো কাঠের বাক্স রাখুন। এতে মশলার কৌটো, ছোট প্লেট, কাপ রাখতে পারেন

রান্নাঘরের স্ল্যাব মুড়ে ফেলুন মিররড টাইলসে। দেওয়ালে লাগান আর্টওয়ার্কসমৃদ্ধ টাইলস। এতে যে প্রতিফলন হবে,তা রান্নাঘরকে একটি ঝকঝকে লুক দেবে

রান্নাঘরে আনুন পেন্টেড ব্রিকস নকশা। দেওয়ালে ইটের নকশা করে তা একেবারে সাদা রঙেরই রাখুন। সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাবিনেটের রং করুন

আসবাবপত্রের সঙ্গে মিল রেখে দেওয়াল ঘড়ি টাঙান। এতে লুকেও পরিবর্তন আসবে, আর কাজেরও সুবিধে হবে

দেওয়ালে লাগান বিভিন্ন কারুকার্য করা প্লেট। এই প্লেট এখন বেশ চলছে ইন্টিরিয়রে।  একটি নির্দিষ্ট জায়গাতেই প্লেট লাগাবেন, দেওাল জোড়া নয়