21 March 2024
গরমে ব্রণ থেকে মুক্তি পান এই ৬ উপায়ে
credit: istock
TV9 Bangla
গরমে ঘাম, দূষণ, অতিরিক্ত সিবাম নিঃসরণের কারণে ব্রণর সমস্যা বাড়ে। ব্রণ ত্বকের সৌন্দর্য কেড়ে নেয়। ব্রণ কমার পর আবার দাগ থেকে যায়।
গরমে ব্রণর সমস্যা থেকে নিস্তার পেতে প্রাকৃতিক উপাদানের সাহায্য নিন। কোন-কোন উপাদান দিয়ে ব্রণ তাড়াবেন, দেখে নিন।
অ্যালোভেরার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ নিরাময়ে সাহায্য করে। রোজ দু'বার করে অ্যালোভেরা জেল মাখুন।
মধুর মধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ দূর করে। ব্রণর উপর মধু লাগিয়ে ৩০ মিনিট রাখুন। দিনে ২-৩ বার এই টোটকার সাহায্য নিন।
লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। ৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। দিনে দু'বার এই টোটকা কাজে লাগান ব্রণ থেকে মুক্তি পাবেন।
ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করে অ্যাপেল সিডার ভিনিগার। জলের সঙ্গে এই ভিনিগার মিশিয়ে ত্বকের উপর স্প্রে করুন। ত্বকের প্রদাহ কমবে।
ব্রণ দূর করতে সবচেয়ে বেশি কার্যকর হলুদ। টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখলে ব্রণ ও ব্রণর দাগ থেকে মুক্তি পাবেন।
তাজা নিম পাতা বেটে মুখে মাখুন। নিম পাতার মধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। এটি ব্রণ দূর করে এবং ত্বকের প্রদাহও কমায়।
আরও পড়ুন