3 May, 2024

টিফিন বাক্সের গন্ধ দূর করুন ১ মিনিটের

credit: istock

TV9 Bangla

খুদেকে টিফিনে চাউমিন দিচ্ছেন। বরকে দিচ্ছে ভাত-রুটি। দু'জনের মধ্যে কেউই টিফিন বাক্স ধুয়ে বাড়ি আনে না। এখানেই আপনার কাজ বাড়ে।

টিফিন বাক্সের মধ্যে খাবারের অবশিষ্ট অংশ থাকলে কিংবা সেটা পরিষ্কার না করলে পচা গন্ধ তৈরি হয়। টিফিন বাক্স খুললেই তা নাকে আসে।

খাওয়ার পর টিফিন বাক্স জলে ধুয়ে নেওয়াই সবচেয়ে ভাল। কিন্তু স্কুল-অফিসে সবসময় টিফিন বাক্স ধোয়ার জায়গা থাকে না।

আবার অনেকে খাওয়া পর টিফিন বাক্স ধুয়ে বাড়ি নিয়ে আসেন না। গন্ধযুক্ত টিফিন বাক্স ধুতে কালঘাম ছুটে যায়। তাতেও পচা গন্ধ যায় না।

টিফিন বাক্স সাবান দিয়ে মাজলেই যে সমস্ত গন্ধ চলে যাবে, এমন নয়। টিফিন বাক্স পরিষ্কার করার জন্য আপনাকে মানতে হবে সহজ টোটকা।

টিফিন বাক্স সাবান দিয়ে মাজার আগে এটি ভিনিগারে ডুবিয়ে রাখুন। এতে টিফিন বাক্সের গন্ধ ও তৈরি হওয়া ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যাবে।

হাতের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস দিয়ে টিফিন বাক্স পরিষ্কার করুন। এতেও টিফিন বাক্সের পচা গন্ধ দূর পালাবে।

টিফিন বাক্স থেকে দুর্গন্ধ তাড়াতে বেকিং সোডা ব্যবহার করুন। প্রথমে বেকিং সোডা দিয়ে বাক্স মেজে রেখে দিন। ১০-১৫ মিনিট পর ধুয়ে নিন।