জামাকাপড়ে ঋতুস্রাবের লাল দাগ লজ্জায় ফেলে।
পিরিয়ডের সময় সবচেয়ে বেশি চিন্তিত থাকতে হয় এই নিয়ে।
সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সাদা জামাকাপড়ের ক্ষেত্রে।
পাশাপাশি সাদা জামাকাপড় থেকে রক্তে দাগ তোলাও কষ্টকর হয়ে দাঁড়ায়।
অনেক সময় কেটে গেলেও রক্ত বের হয়, সেই দাগও জামাকাপড় থেকে উঠতে চায় না।
রক্তের লাল জেদি দাগ তুলতে সাহায্য নিন ঘরোয়া প্রতিকারের।
যে অংশে রক্ত লেগেছে, সেটা ১৫ মিনিট সাদা ভিনিগারে ডুবিয়ে রাখুন।
এছাড়া যে অংশে রক্ত লেগেছে সেখানে লেবুর রস দিয়ে ঘষতে পারেন।
দু'দিন পুরনো রক্তের দাগও এই টোটকাতে নিমেষে দূর হয়ে যাবে।