20 March 2024
চটজলদি পোড়া দাগ মেটানো সেরা উপায় কী?
credit: istock
TV9 Bangla
ত্বকের উপর পোড়া দাগ বা ছোপ থাকলে তা দীর্ঘদিন ধরে থাকে। পুড়ে যাওয়ার কারণে ত্বকের বাইরেই নয়, ভিতরের স্তরে টিস্যুগুলিও বিবর্ণ হয়ে যায়।
বাড়়িতেও ঘরোয়াভাবে প্রতিকার মেনে চলতে পারেন। পোড়া দাগ তোলার জন্য চটজলদি কী কী ব্যবহার করা শ্রেয়!
অ্যালোভেরার প্রাকৃতিক গুণের জেরে পোড়া দাগ উঠে যায় তাড়াতাড়ি। অ্যালোভেরার পাতার বাইরের স্তরটি সরিয়ে পাতার ভিতর থেকে আঠালো জেল ত্বকে ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন।
নারকেল তেল দিলে পোড়া ত্বকের দাগ মিলিয়ে যায় তাড়াতাড়ি। রাখে হাইড্রেটেডও। নারকেল তেলে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড, যা ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য রাখে।
এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-ই। এতে দুই-তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে দাগের উপর ম্যাসাজ করুন। দিনে দুবার করলে মিলবে সুফল।
পোড়া, ক্ষতের জায়গায় মধু ব্যবহার করা হয়। এর প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রভাব, ত্বকের টিস্যু পুনর্জন্মের জন্য মধু হল সেরা উপাদান।
মধুর প্রদাহরোধী ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য-সহ ছোটখাটো পোড়া দাগ সারাতেও সাহায্য করতে পারে।
ডিমের সাদা অংশ পোড়া ত্বকের জন্য একটি সুপারফুড। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও প্রচুর প্রোটিন। পোড়া দাগে প্রয়োগ করা হল ত্বক থাকে আরও টানটান।
পোড়া দাগ থেকে পরিত্রাণ পেতে ত্বককে ভালভাবে হাইড্রেটেড রাখতে ভুলবেন না যেন।
আরও পড়ুন