15 March 2024

আই ক্রিম ছাড়াই দূর করুন ডার্ক সার্কেল

credit: istock

TV9 Bangla

কাজের চাপ থেকে মানসিক চাপ, অনিদ্রা চোখের চারপাশে কালিকে চওড়া করে দেয়। ডার্ক সার্কেল সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আই ক্রিম মাখলে ডার্ক সার্কেল আপনাকে ছুঁতে পারবে না। কিন্তু আই ক্রিম মেখে ঘুমোয় ক'জন?

আই ক্রিম ব্যবহার না করেও ডার্ক সার্কে‌লের হাত থেকে মুক্তি পাওয়া যায়। হেঁশেলে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই ডার্ক সার্কে‌ল ঢাকতে পারেন।

কাঁচা দুধ নিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা দাগছোপ দূর করে। 

চোখের উপর ব্যবহার করা টি ব্যাগ রাখুন। গ্রিন টি হোক বা ব্ল্যাক টি ব্যাগ—চা পাতা ত্বককে ডিটক্সিফাই ও ডার্ক সার্কেল দূর করতে সহায়ক।

আই ক্রিম না থাকলে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল মাখুন। ৫ মিনিট ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। ফল পাবেন দু'দিনে।

সারাদিনের কাজের শেষে চোখের উপর দু'কুচি শসা রাখুন। শসায় থাকা অ্যাস্ট্রিজেন্ট আপনাকে ডার্ক সার্কেল থেকে মুক্তি দিতে সাহায্য করবে।

হাতে কাজে ডার্ক সার্কেল দূর করার সমাধান খুঁজছেন? চোখের চারপাশে রোজ আলুর রস লাগিয়ে রাখুন ২০ মিনিট। উপকার পাবেন।