25 JUN 2025

বর্ষাকালে জামাকাপড়ের বোটকা গন্ধ দূর করবেন কীভাবে?  

credit:TV9

TV9 Bangla

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা ও সূর্যের আললোর অভাবে জামাকাপড় ঠিকভাবে শুকোতে পারে না। এর ফলে কাপড়ে বাসি গন্ধ বা ফাঙ্গাল সংক্রমণ দেখা দেয়। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে জামাকাপড় ফ্রেশ রাখা সম্ভব।

ভিনিগার ব্যবহার করুন - কাপড় কাচার সময় এক কাপ সাদা ভিনিগার ব্যবহার করুন। এটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে ও গন্ধ দূর করে।

বেকিং সোডা মেশান - ডিটারজেন্টের সঙ্গে ১-২ চামচ বেকিং সোডা মিশিয়ে কাপড় কাচলে গন্ধ ও আর্দ্রতা দূর হয়। এটি কাপড়কে কোমলও রাখে।

রোদ না থাকলে আয়রন করুন - সূর্য না থাকলে কাচা কাপড় শুকানোর পর ভালভাবে আয়রন করে নিন। এতে বাকি আর্দ্রতা চলে যাবে ও গন্ধ হবে না।

ঘরোয়া সুগন্ধি স্প্রে ব্যবহার করতে পারেন - গোলাপ জল, লেবুর রস ও সামান্য অ্যালকোহল মিশিয়ে স্প্রে বানিয়ে কাপড়ে ছিটিয়ে দিলে তা ফ্রেশ ও সুগন্ধী থাকে।

যথাসম্ভব খোলা জায়গায় কাপড় শুকান - ঘরের মধ্যে বা বদ্ধ স্থানে কাপড় শুকালে আর্দ্রতা জমে। তাই বারান্দা, জানালার পাশে বা ফ্যানের নিচে শুকান। এতে গন্ধ হওয়ার সম্ভাবনা কম।

কাপড় বেশি দিন ওয়াশিং মেশিনে ফেলে রাখবেন না - ধোয়ার পরপরই কাপড় বের করে দিন। না হলে ভেজা অবস্থায় মেশিনে গন্ধ তৈরি হয় এবং তা ছড়ায় সারা কাপড়ে।

আলমারিতে ন্যাপথালিন বা ল্যাভেন্ডার পাউচ রাখুন - শুকনো কাপড় রাখার সময় আলমারিতে সুগন্ধি বা ন্যাপথালিন রাখলে কাপড়ে বাজে গন্ধ জমে না।