রোদে পুড়ে মুখের ত্বকের উপর কালো ছোপ পড়ে গিয়েছে? বেলা বাড়তেই চড়া হচ্ছে সূর্যের তেজ। মুখের দাগও ছোপের কারণে নষ্ট হচ্ছে সৌন্দর্য ও উজ্জ্বলতা।
অমসৃণ, গাঢ় ছোপ হল ত্বকের একটি সাধারণ সমস্যা। এমন অবস্থাকে হাইপারপিগমেন্টেশন বলে। অতিরিক্ত সূর্যের আলোয় থাকায়, কেমিক্যালস ব্যবহার করা ও বার্ধক্যজনিত কারণে এই সমস্যা তৈরি হয়।
দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা এই সমস্যাকে দূর করতে সক্ষম হয়। লেবুতে হয়েছে ভিটামিন সি, প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। এই দুই উপাদান মিশিয়ে মুখে লাগালে উপার মিলবে।
এছাড়া বেসন ও গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করচে পারেনয বেসনের প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে। ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। গোলাপ জল ত্বককে শীতল রাখতেও সাহায্য করে।
তে নিয়মিত মুখ ধোয়া জরুরি। সারাদিনে দু'থেরে তিনবার মুখ ধুতেই হয়। কিন্তু মুখ ধোয়ার সময় এই ভুলগুলি করলেই বিপদ।
টমেটোতে ভিটামিন সি ও লাইকোপিন থাকে, যা হাইপারপিগমেন্টেশন কমাতে সাহায্য করে। তুলোর সাহায্যে টমেটোর রস লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
পেঁপেতে রয়েছে প্যাপেইন নামক এনজাইম , তাতে ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এতে ভিটামিন সি থাকায় ত্বকের উন্নতি ঘটায়। পেঁপের পাল্প মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
এছাড়া হলুদ ও অ্যালোভেরা জেল লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন। হলুদে রয়েথে কারকিউমিন নামক উপাদান, যা ত্বকের রঙকে ফিকে হচে দেয় না। স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে।