14th June, 2025

নিয়মিত চশমা পরে নাকের পাশে মোটা দাগ হয়েছে? দূর করুন এইভাবে

TV9 Bangla

Credit -  Freepik, Canva

যখন কোনও ব্যক্তির দৃষ্টিশক্তি কমে যায়, সেই সময় তাকে চশমা পরতে হয়। আর নিয়মিত যখন কোনও ব্যক্তি চশমা পরেন, সেই সময় নাকের দু'পাশে মোটা দাগ হয়ে যায়।

বর্তমানে প্রচুর মানুষকেই দেখা যায় চশমা পরতে। দীর্ঘক্ষণ ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনে চোখ রাখলে দৃষ্টিশক্তির ক্ষতি হয়।

যাতে পরিষ্কার দেখতে পান, তার জন্য অনেককেই চশমা পরতে হয়। কয়েকটি সহজ উপায় মেনে চললে নাকের দু'পাশ থেকে মোটা দাগ দূর হয়।

আলু ছোটো ছোটো করে কেটে থেঁতো করতে হবে। তা থেকে রস বের করে নাকের দু'পাশে লাগাতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে পরিষ্কার করতে হবে।

শসার উপকারিতা অনেক। নিয়মিত চমশা পরে যদি নাকের দু'পাশে দাগ হয়ে থাকে, তার সেই ব্যক্তি যদি শসার রস লাগান, তা হলে ধীরে ধীরে ওই দাগ কমে যাবে।

মধু যে কোনও দাগ কমাতে অত্যন্ত উপকারী। যে ব্যক্তির চশমা পরার কারণে নাকের দু'পাশে মোটা দাগ হয়েছে, তিনি যদি সেই জায়গায় মধু লাগান, তা হলে তফাৎ বুঝতে পারবেন।

অ্যালোভেরা জেল এই দাগ তুলতে বেশ কার্যকরী। যদি অল্প টাটকা অ্যালোভেরা জেল নাকের দু'পাশে থাকা মোটা দাগে লাগান, তা হলে সেই দাগ দূর হয়ে যাবে।

চমশা পরার কারণে নাকের দু'পাশে হওয়া দাগ তুলতে সাহায্য করে কাঠবাদামের তেল। প্রতি রাতে এক মাস এটি লাগাতে পারলে সুফল মিলবে।