02 January 2024

গাজর তো খাচ্ছেন,শরীরের কী ক্ষতি হচ্ছে জানেন?

TV9 Bangla

Credit- Pinterest

নতুন বাসনে স্টিকার তো থাকবেই। কোম্পানির নাম বা দাম এই ধরনের তথ্য লেখা থাকে মূলত বাসনের উপরের স্টিকারে।

ব্যবহার করার সময় এই স্টিকার তুলে নিতে হয়। অনেকসময় এই স্টিকার উঠতে চায় না। আর থেকে গেলে পড়ে দাগ হয়ে যায়।

কিংবা স্টিকার তুলতে গিয়ে বাসনে দাগ পড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তির উপায় কি আছে? নিশ্চই আছে। তার জন্য মেনে চলতে হবে সহজ কিছু টিপস।

প্রথমে স্টিকারের জায়গাটা জল দিয়ে ভাল করে ভিজিয়ে নিন। বেশ কিছুক্ষণ রেখে দিন। এরপর একটা ভিজে কাপড় নিতে হবে।

সেই ভিজে কাপড় দিয়ে ভাল করে স্টিকারের অংশটিকে ঘষতে হবে। ধীরে-ধীরে দেখবেন পুরো স্টিকারটা উঠে আসছে। এবং পরিষ্কার হয়ে যাবে পুরো অংশটা।

এ ছাড়া বাসন থেকে স্টিকার সরাতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েলও। এতে খুব ভাল কাজ হয়। একই ভাবে জলের বদলে অলিভ অয়েল ব্যবহার করে দেখুন।

নেলপালিশ রিমুভার বা স্পিরিট ব্যবহার করেও দেখতে পারেন। তুলোর বলে একটু স্পিরিট নিয়ে স্টিকারেরব অংশে ঘষে নিলেই কাজ শেষ। ফল পাবেন।

বাড়িতে যদি একান্তই নেলপালিশ রিমুভার বা স্পিরিট না থাকে তবে তার পরিবর্তে ব্যবহার করতে পারেন স্যানিটাইজারও। এতেও ভাল কাজ হবে।