16th July, 2025

রান্নাঘরের ডাস্টবিন থেকে গন্ধ ছড়াচ্ছে? দূর করুন সহজ উপায়ে

Credit -  Pinterest 

TV9 Bangla

বাড়ির রান্নাঘরে সকলেই কমবেশি ডাস্টবিন রাখেন। যদি সেখানে বেশি নোংরা জমে, তাহলে সেখান থেকে দুর্গন্ধ দূর হয়।

রান্নাঘরে ডাস্টবিনের ভেতরের আবর্জনা নিয়মিত পরিষ্কার করতে হবে। আর যে কাজ করলে ডাস্টবিন থেকে দুর্গন্ধ ছড়াবে না, তা হল শুকনো ও ভেজা আবর্জনার জন্য দুটো আলাদা ডাস্টবিন ব্যবহার করা উচিত।

রান্নাঘরে অনেকের দীর্ঘসময় কাটে। তাই সেখান থেকে দুর্গন্ধ ছড়ালে কাজ করা যায় না। তাই কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যা দূর করতে পারেন।

বেকিং সোডা ব্যবহার করলে রান্নাঘরে থাকা ডাস্টবিনের গন্ধ কটু হবে না। ডাস্টবিনের নীচে এবং চারপাশে বেকিং সোডা ছিটিয়ে দিন। এটি দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

রান্নাঘরের ডাস্টবিনে লেবুর খোসা রেখে দিলে দুর্গন্ধ দূর হয়। এ ছাড়া ডাস্টবিনের নীচে অল্প কফি বিন রাখলে তা দুর্গন্ধ দূর করতে পারে।

ভিনিগার দুর্গন্ধ দূর করতে পারে। একটি স্প্রে বোতলে ভিনিগার ভরে ডাস্টবিনের চারপাশে স্প্রে করুন। এটি জীবাণুনাশক হিসেবেও কাজ করবে এবং দুর্গন্ধ দূর করে।

এ ছাড়া নিয়মিত ডাস্টবিন পরিষ্কার করতে হবে। তা হলে দুর্গন্ধ ছড়াবে না। পাশাপাশি নিয়মিত আবর্জনা ফেলার ব্যবস্থা করাও খুব জরুরি।

দুর্গন্ধনাশক স্প্রে ব্যবহার করতে পারেন। পচনশীল দ্রব্য আলাদা ডাস্টবিনে ফেলা উচিত। এবং দুর্গন্ধ দূর করার পর রান্নাঘরের জানালা খুলে দিতে হবে। যেন রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে।