দোল খেলে রঙিন হয়ে গিয়েছে সাধের জিন্স-জামা? নিমেষে পুরনো চেহারা ফেরাবেন কী করে?
insomnia 3

14 MAR 2025

দোল খেলে রঙিন হয়ে গিয়েছে সাধের জিন্স-জামা? নিমেষে পুরনো চেহারা ফেরাবেন কী করে?

credit:PTI

image

TV9 Bangla

বছরে একবার আসে রঙের উৎসব, দোল। এই দিন বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে চুটিয়ে রং খেলায় মেতে ওঠেন সকলে। স্কুল-কলেজ, অফিস হোক বা পাড়া, দোল রং মাখামাখি হবেই।

বছরে একবার আসে রঙের উৎসব, দোল। এই দিন বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে চুটিয়ে রং খেলায় মেতে ওঠেন সকলে। স্কুল-কলেজ, অফিস হোক বা পাড়া, দোল রং মাখামাখি হবেই।

তবে সমস্যা অন্য জায়গায়। দোল খেলার পরেই বেহাল দশা হয় জামাকাপড়ের। বিশেষ করে সাধের জিন্সের। যদি অফিস বা কলেজে রং খেলা হয়, তাহলে বাইরে পরার ভাল জামাকাপড় নোংরা হয়ে যায়।

তবে সমস্যা অন্য জায়গায়। দোল খেলার পরেই বেহাল দশা হয় জামাকাপড়ের। বিশেষ করে সাধের জিন্সের। যদি অফিস বা কলেজে রং খেলা হয়, তাহলে বাইরে পরার ভাল জামাকাপড় নোংরা হয়ে যায়।

এখন আবার অনেক আবিরের মধ্যেই মেশানো থাকে রঙও। প্রশ্ন হল সেই জেদি দাগ কি তোলা সম্ভব নাকি বাতিলের খাতায় চলে যাবে সাধের জিন্সটি? সহজে ডেনিমের জিন্স থেকে রঙের দাগ তুলবেন কী করে? রইল টিপস।

এখন আবার অনেক আবিরের মধ্যেই মেশানো থাকে রঙও। প্রশ্ন হল সেই জেদি দাগ কি তোলা সম্ভব নাকি বাতিলের খাতায় চলে যাবে সাধের জিন্সটি? সহজে ডেনিমের জিন্স থেকে রঙের দাগ তুলবেন কী করে? রইল টিপস।

দোল খেলার আনন্দে ত্বক, চুল বা জামাকাপড়ের দিকে অনেক সময় আমাদের খেয়াল থাকে না। পোশাকে রং লেগে গেলেও তা নিয়ে মুষড়ে পড়ার কিছু নেই। একটি কাজ করলেই ঝকঝকে হয়ে উঠবে পোশাক।

রং লেগে থাকা ডেনিম জিন্স বা অনান্য কাপড়ে ঈষদুষ্ণ জলে নন ক্লোরিন ব্লিচ পাউডার মিশিয়ে নিন খানিকটা। এর পর জামাকাপড় খানিকটা ভিজিয়ে রাখুন। খানিকক্ষণ পরে ভাল করে ধুয়ে ফেললেই হল।

লেবুর রস কাপড়ের দাগ তুলতে একদম সিদ্ধ হস্ত। কাপড়ে রং লেগে থাকা অংশে লেবুর রস লাগিয়ে রেখে দিন ১৫-২০ মিনিটে। তারপর হালকা ঘষে ধুয়ে ফেললেই হবে।

একটা পাত্রে আধকাপ ভিনিগার এবং তার সঙ্গে পরিমাণ মতো কাপড় কাচার সাবান ২-৩লিটার ঠান্ডা জল মিশিয়ে নিন। রং লাগা কাপাড় কিছুক্ষণ ভিজিয়ে রেখে হালকা ঘষে নিলেই চকচকে হয়ে উঠবে।

যে কোনও কাপড় থেকে দাগ তুলতেই দারুণ উপযোগী অ্যালকোহল। অ্যালকোহলে সামান্য পরিমাণ জল মিশিয়ে রং লাগা জায়গায় লাগিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে উঠবে কাপড়জামা।