07 MAR 2025

প্লাস্টিকের বালতি-মগের জেদি হলুদ দাগ নিমেষে দূর করুন এই উপায়ে  

credit:Meta AI

TV9 Bangla

এখন বেশিরভাগ বাড়িতেই প্লাস্টিকের বালতি বা মগ ব্যবহার করা হয়। কোথাও কোথাও আবার লোহার বালতিও ব্যবহার হয়। দীর্ঘ দিন ব্যবহার করতে করতে বাজে দাগ ধরে যায় সেই সব বালতি-মগে।

বিশেষ করে জলে যদি আয়রনের মাত্রা বেশি থাকে তাহলে একগুয়ে হলুদ দাগ যেন কিছুতেই উঠতে চায় না। যা দেখতেও খুব নোংরা লাগে। দামি রাসায়নিক ক্লিনার কাজ করে না অনেক সময়।

তবে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ যেমন বেকিং সোডা, লেবু, ভিনেগার, লবণ এবং টুথপেস্ট করতে পারে কামাল। নিমেষে পরিষ্কার করত পারে জেদি হলুদ দাগ। কী ভাবে জানেন?

বালতি বা মগের উপর একগুয়ে দাগ দূর করার জন্য বেকিং সোডা এবং লেবু সবচেয়ে ভালো। দাগযুক্ত স্থানে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে তার উপর অর্ধেক লেবু ঘষুন। ১০-১৫ মিনিট রেখে পরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলেই হবে।

দাগ দূর করতে ভিনিগার খুবই কার্যকর। এক বালতি হালকা গরম জলে আধ কাপ ভিনিগার মিশিয়ে বালতি বা মগ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন। পরে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দাগ-দুর্গন্ধ দুই গায়েব হয়ে যাবে।

দাগ খুব পুরনো হলে ডিটারজেন্ট এবং ব্লিচ পাউডার খেল দেখাবে। একটি পাত্রে ডিটারজেন্ট এবং সামান্য ব্লিচ পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে তা দাগে লাগান। ২০ মিনিট রেখে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

প্লাস্টিকের জিনিসপত্র থেকে দাগ দূর করতে কার্যকর টুথপেস্ট। দাগের উপর একটু সাদা টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন বালতি-মগ নতুনের মতোই সুন্দর দেখাবে।

আধা কাপ কোল্ড ড্রিঙ্কসে এক চামচ নুন মিশিয়ে দাগের উপর ঢেলে কিছুক্ষণ রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। যত পুরোনো এবং গভীর দাগই হোক না কেন, তা সহজেই দূর হয়ে যাবে।