09 December 2023

পুরনো হলেও টুথব্রাশ ফেলতে নেই

credit: istock

TV9 Bangla

প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করা দরকার। দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে গেলে টুথব্রাশ ৩ মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।

প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলে নেওয়া যায়। কিন্তু পুরনো টুথব্রাশগুলো ভুলেও ফেলবেন না। এগুলো অনেক কাজে আসে।

দাঁতের জন্য টুথব্রাশ পুরনো হয়ে গেলেও, সেটা ফেলা উচিত নয়। পুরনো টুথব্রাশ দিয়ে বাড়ির অনেক কাজকে সহজ করে তোলা যায়।

চিরুনি পরিষ্কার করতে কাজে আসে টুথব্রাশ। চিরুনিতে সাবান লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে নিন। তারপর জলে ধুয়ে নিলেই চিরুনি পরিষ্কার। 

ঠোঁট স্ক্রাব করুন টুথব্রাশ দিয়ে। ঠোঁটের উপর মধু লাগিয়ে নিন। এরপর টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। এটি মৃত কোষ পরিষ্কার করে দেবে।

বেসিনের উপর ময়লার পরু স্তর পরে আছে? বেসিনে সাবান লাগিয়ে নিন, তারপর টুথব্রাশ দিয়ে চেপে ঘষে নিন। এতেই দাগ উধাও হবে।

কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডের খাঁজে খাঁজে ময়লা জমে থাকে। টুথব্রাশ দিয়ে পরিষ্কার করলে কাজ সহজ হয়ে যাবে।

ভাতের থালা সাজিয়ে নিয়ে বসতেই মনে পড়ল এক টুকরো পাতিলেবু হলে ভাল হয়। কিন্তু দেখলেন লেবু শুকিয়ে গিয়েছে।