রান্নার সময় সহজ টোটকা মানলে বাঁচবে গ্যাসের খরচ।
উচ্চ আঁচের বদলে কম আঁচে রেখে রান্না করুন।
গ্যাস বাঁচাতে কড়াই বা সসপ্যান ঢাকা দিয়ে রান্না করুন।
প্রেশার কুকারে রান্না করলে সহজেই রান্নার গ্যাস সাশ্রয় করা যায়।
বার্নারে ময়লা জমলে গ্যাস বেশি খরচ হয়, তাই এটি রোজ পরিষ্কার করুন।
বাসনের তলায় যেন কালি না পড়ে থাকে। এতে গ্যাস বেশি খরচ হতে পারে।
কড়াই শুকনো করে মুছে নিয়ে গ্যাসে চাপান। এতে কড়াই দ্রুত গরম হবে।
ফ্রিজে থেকে বের করা খাবার সরাসরি গ্যাসে গরম করবেন না। এতে গ্যাসের খরচ বেশি হয়।
ফ্রিজে থেকে বের করা খাবার ঘরের তাপমাত্রায় এলে তারপর গরম করুন।