facial razor
insomnia 3

28 February 2024

মুখে রেজ়ার ব্যবহারের  এই নিয়ম জানেন?

credit: istock

image

TV9 Bangla

facial razor (1)

ঠোঁট উপর ও গালের দু'পাশে অবাঞ্চিত রোম মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই না চাইতেও থ্রেডিং বা ওয়াক্সিংয়ের সাহায্য নিতেই হয়।

facial razor (8)

ওয়াক্সিংয়ের সাহায্যে মুখের অবাঞ্চিত রোম তুললে মুখে র‍্যাশ বেরোনোর সম্ভাবনা থাকে। পাশাপাশি ব্যথাও হয় খুব।

facial razor (6)

থ্রেডিং করলেও ব্যথা হয়। অনেক সময় র‍্যাশও বেরোয়। তাই অনেকেই রেজ়ার ব্যবহার করে মুখের অবাঞ্চিত রোম তোলেন।

মুখের রেজ়ার টানার সময় একটু সতর্ক থাকা জরুরি। অন্যথায়, ত্বক কেটে যেতে পারে। আর কোন বিষয়গুলো মেনে চলবেন, জেনে নিন।

বাজারে অনেক ধরনের ফেসিয়াল রেজ়ার পাওয়া যায়। রিভিউ দেখে কিনবেন। রোম তোলার জন্য ভাল মানের রেজ়ার ব্যবহার করুন।

রেজ়ার ব্যবহারের আগে ভাল করে মুখ ধুয়ে নিন। এরপর মুখ মুছে নিন এবং সিরাম বা ময়েশ্চারাইজার মেখে নিয়ে তারপর রেজ়ার টানুন।

রোমের অভিমুখের বিপরীত দিকে রেজ়ার টানবেন না। যে দিকে রোমের অভিমুখ সে দিকে টানুন। অন্য হাত দিয়ে গাল টানটান করে রাখুন। 

রেজ়ার ব্যবহারের পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ময়েশ্চারাইজার মেখে নিন। এতে র‍্যাশ বেরোবে না।