11th June, 2025

ঠোঁটের কালো দাগ দূর করার উপায় লুকিয়ে আপনার বাড়ির রান্নাঘরেই

TV9 Bangla

Credit -  Freepik, Getty Images 

অনেক ব্যক্তি ধীরে ধীরে লক্ষ্য করেন, তাদের ঠোঁট কালো হয়ে গিয়েছে। আর এই কালচে ঠোঁট হওয়ার নানা কারণও রয়েছে।

ধূমপান, জলের অভাব, বেশ কিছু রোগ এবং হরমোনের পরিবর্তন এর মধ্যে অন্যতম। তবে এর জন্য বেশি চিন্তা না করলেও হবে। কারণ বাড়িতে সহজে দূর করতে পারবেন ঠোঁটের কালচে দাগ।

কালো ঠোঁটকে পরিষ্কার ও হালকা গোলাপি করার জন্য বেশ কিছু ঘরোয়া উপায় এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে।

মধু, লেবু, চিনি, দুধের সর এবং হলুদ হল কয়েকটি প্রাকৃতিক উপাদান। যা ঠোঁটের কালো ভাব দূর করতে সহায়তা করে।

চিনি ও মধুর স্ক্রাব ঠোঁটকে এক্সফোলিয়েট করে। ঠোঁটের মৃত কোষ দূর করে। ঠোঁট নরম করে ও চকচকে করে। এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন।

মধু এবং লেবুর মিশ্রণ কালো ঠোঁট পরিষ্কার করতে সাহায্য করে। এটি প্রতিদিন ব্যবহার করলে ঠোঁটের রঙে পরিবর্তন আসে। ঠোঁটে আর্দ্রতা বজায় থাকে।

দুধের সর এবং হলুদের মিশ্রণ বানিয়ে তা যদি কালো ঠোঁটে কেউ ব্যবহার করে, তা হলে তফাৎ দেখতে পাবেন। এই মিশ্রণ ঠোঁটের কালো ভাব দূর করবে ও উজ্জ্বলতা বাড়বে।

ঘরোয়া টোটকা ছাড়া কালো ঠোঁট পরিষ্কার করতে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। সিগারেট, ধূমপান করা ত্যাগ করতে হবে।