অনেক সময় আদা বেশিদিন ধরে রাখা থাকলে খারাপ হয়ে যায়

কেউ আদা বাইরেই রেখে দেন, আবার কেউ রাখেন ফ্রিজে। তা সত্ত্বেও আদা নষ্ট হয়ে যায়

 তবে এভাবে রাখলে আর নষ্ট হবে না

আদা দীর্ঘদিন সতেজ রাখতে চাইলে খোসা সমেত গোটা আদা ফ্রিজে রেখে দিতে পারেন

আদার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন অথবা গ্রেট করে নিন

একটা ট্রে-র উপরে পার্চমেন্ট পেপার পেতে তাতে গ্রেট করা আদা ছড়িয়ে দিন। এবার এই আদার ট্রে ডিপ ফ্রিজে রাখুন

  আদা বেটে রাখলেও পচবে না

এছাড়া আদায় লেবুর রস দিয়ে রাখলেও কাজ হবে

বায়ুরোধী কৌটোতেও ভরেও রাখতে পারেন