আজকাল সব বাড়িতেই ফ্রিজ

রোজের খাবার-দাবার ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাঁরা

তবে দীর্ঘদিন ফ্রিজ ব্যবহার করলেও অনেকেই এর সঠিক ব্যবহার জানেন না

এই যেমন ধরুন ফ্রিজে দুধ রাখার সঠিক নিয়মই অনেকে জানেন না

 অধিকাংশ বাড়িতেই ফ্রিজের দরজায় দুধ রাখা হয়

অথবা বাটিতে ঢাকা দিয়ে দুধ রাখা হয়

এতে দুধে ব্যাকটেরিয়া বাসা বাঁধে ফলে নষ্ট হয়ে যায়

ফ্রিজের একদম পিছনের দিকে দুধ রাখুন

 এতে দুধে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না