রোজের রান্নার অন্যতম মূল উপকরণ পেঁয়াজ

বেশিরভাগ বাড়িতেই একসঙ্গে পাঁচ-ছ'কিলো পেঁয়াজ মজুত রাখা থাকে

কিন্তু অতি যত্নে পেঁয়াজ রাখার পরেও অনেক সময় তাতে পচন ধরতে শুরু করে

পেঁয়াজ সংরক্ষণের সেরা উপায় জানা থাকলে আর এমনটা হবে না

 শক্ত, শুষ্ক এবং গায়ে কোনও দাগ নেই এমন পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে

পেঁয়াজ কিনে এনে প্লাস্টিকের প্যাকেটেই রেখে দেবেন না

পেঁয়াজ থেকে গ্যাস নির্গত হয়। যার ফলে আশেপাশে থাকা ফল ও সবজি পচে যাওয়ার সম্ভাবনা থাকে

 তাই ভুলেও অন্য শাক-সব্জির সঙ্গে পেঁয়াজ রাখবেন না

বেরেস্তা বানিয়েও রেখে দিতে পারেন