23 March, 2024

রঙ খেলবেন? ত্বকের বারোটা না বাজার জন্য যা করবেন

credit: Pinterest

TV9 Bangla

সামনেই দোল। রঙের খেলায় মাতবে বঙ্গ। বছরের এই একটা দিন বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠে ছোট থেকে বড় সক্কলে।

আর হোলি মানেই রঙ। ত্বক ও চুলের জন্য ক্ষতিকারক রঙ। তা বলে একটা দিন কোনও বাধা মানেন না কেউ।

তাই আগে থেকে ত্বক ও চুলের যত্ন নেওয়া জরুরি। তাহলেই রঙের হাত থেকে কিছুটা হলে বাঁচানো যাবে ত্বককে।

রং খেলতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে থেকে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। কিন্তু দোলের ৪৮-৭২ ঘণ্টা আগে ত্বকে কোনও এক্সফোলিয়েটিং প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো।

এক্সফোলিয়েশন করবেন না এই সময়ে। এতে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। শুধুমাত্র ভরসার স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন।

তেলজাতীয় প্রসাধনী ব্যবহার করে রঙ খেলুন। তাতে রঙ তুলতে বেশি সুবিধা হবে। আর ত্বকের ক্ষতি কম হবে।

এ ছাড়া রঙ তোলার সময় ত্বকে বেশি চাপ প্রয়োগ করবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে।

আর অবশ্যই হেয়ারক্যাপ পরে রঙ খেলবেন। তাতে চুল ক্ষতির হাত থেকে একটু হলেও বাঁচবে।