27 January 2024

ফাটা গোড়ালির যত্ন নিতে কী করবেন জানা আছে?

credit: Pinterest

TV9 Bangla

শীত পড়তেই পা ফাটার সমস্যা দেখা দিচ্ছে। বাতাসে আর্দ্রতা কমতেই ত্বক শুষ্ক হয়ে গিয়েছে। পায়ের পাতা শরীরের ভর বহন করে। তার উপর পায়ের পাতাতেই জমে সমস্ত ধুলোবালি। তাই পায়ের পাতার যত্ন তো নিতেই হবে।

ফাটা গোড়ালির যত্ন নিতে আপনি ঘরোয়া উপাদানের সাহায্য নিতে পারেন। কলার সাহায্যে ফাটা গোড়ালির যত্ন নিতে পারেন। পাকা কলাকে মেখে নিয়ে গোড়ালিতে লাগান। মিনিট কুড়ি রেখে পা ধুয়ে ফেলুন। পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে।

পায়ে মধু ও তেল লাগান। নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ফাটা গোড়ালির উপর ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পা ধুয়ে ফেলবেন। এই মিশ্রণটি আপনার পায়ের আর্দ্রতা বজায় রাখবে।

ফাটা গোড়ালির যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। দিনে দু থেকে তিনবার ফাটা গোড়ালির উপর অ্যালোভেরা জেল লাগান। কয়েকদিন এই অভ্যাস মেনে চলুন।

 এতে পা ফাটার সমস্যা ধীরে ধীরে কমে যাবে। প্রয়োজনে অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন। তাহলে আরও ভালো ফল পাবেন।

পা ফাটার সমস্যাকে দূর করতে শীতে আপনাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। তবে ময়েশ্চারাইজার ব্যবহারের পর হাঁটাচলা করবেন না।

এতে পায়ে বেশি ময়লা জড়িয়ে যায়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে ময়েশ্চারাইজার মেখে নিন।

ফাটা গোড়ালির সমস্যাকে দূর করতে আপনি মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। ১ ভাগ মাউথওয়াশের সঙ্গে ২ ভাগ জল মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। এতে পায়ে জমে থাকা ময়লা দূর হয়ে যাবে এবং ধীরে ধীরে পা মসৃণ হয়ে উঠবে।