এভাবে লিপস্টিক লাগালে আর ঠোঁট শুকিয়ে যাবে না

20  October 2023

এবারে পুজো শুরু হয়ে  গিয়েছে দ্বিতীয়া থেকেই। মণ্ডপে থিকথিকে ভিড়। যত বেশি রাত গড়িয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে জনজোয়ার

এবার রেকর্ড সংখ্যক মানুষ প্রতিমা দর্শনে বেরিয়েছেন। দুপুরের পর থেকেই রাস্তায় যানজট, পা রাখার জায়গা পর্যন্ত নেই। পুজোর দিনে প্যান্ডেল হপিং তো সেজেগুচজেই হয়

নতুন জামার সঙ্গে সুন্দর করে সাজলে তবেই মন ভাল থাকে। আর জামার সঙ্গে ম্যাচিং জুতো, লিপস্টিক এসব তো থাকবেই। এই লিপস্টিক পরলে অনেকেরই ঠোঁট শুকনো হয়ে যায়

এবার পুজো বেশ পরের দিকে। ফলে হেমন্তের হিমেল হাওয়ায় ঠাকুর দেখতে বেরিয়ে বেশ ঠান্ডাই লাগছে। সঙ্গে ঠোঁট ফাটার সমস্যা তো আছেই। লিপস্টিক পরে ঠোঁট ফাটলে দেখতে মোটেই ভাল লাগে না

তাই রইল ঘরোয়া কিছু টিপস। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহার করলে ঠোঁট কোমল আর মোলায়েম হবে। লেবু-মধু দিয়ে বানান মাস্ক

চিনির গুঁড়ো আর ময়দা বা বেসন সামান্য জল দিয়ে মিশিয়ে লাগাতে পারেন। তাতে ফাটা চামড়া উঠে যাবে। ঠোঁট নরম হবে

ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে কখনওই ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাবেন না। এ ক্ষেত্রে বেশ কোমল, আর্দ্র কোনও লিপস্টিক লাগান, সমস্যা কম হবে

প্রয়োজনে লিপবাম ব্যবহার করুন। এতে ঠোঁট ফাটবে না, বজায় থাকবে আর্দ্রতা। চামড়া কুঁচকে যাবে না। ঠোঁট দেখতেও বেশ ভাল লাগবে