গরমকালে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এই সময় অতিরিক্ত ঘাম এবং তেল মুখে ব্রণ, র্যাশ বা ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। কী ভাবে হবে সেই কাজ?
মাইল্ড ফোমিং বা জেল বেসড ফেসওয়াশ ব্যবহার করে দিনে অন্তত দুবার মুখ ধুয়ে নিন। এতে ত্বকের অতিরিক্ত তেল এবং ধুলো-ময়লা দূর হবে।
অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার দরকার নেই, কিন্তু এটি ভুল ধারণা। হালকা, জেল বা ওয়াটার বেসড অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ম্যাট ফিনিশ সানস্ক্রিন বেছে নিন যাতে মুখে তেলতেলে ভাব না আসে।
ত্বকে অতিরিক্ত তেল উঠলে ব্লটিং পেপার দিয়ে আলতোভাবে মুছে ফেলুন, এতে ত্বক ফ্রেশ দেখাবে।
ডেড স্কিন এবং ব্ল্যাকহেডস দূর করতে হালকা স্ক্রাব ব্যবহার করতে পারেন, তবে অতিরিক্ত ঘষাঘষি করবেন না।
সপ্তাহে একবার ক্লে বা চারকোল বেসড ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকের তেল নিয়ন্ত্রণে থাকে।
শরীর হাইড্রেটেড রাখলে ত্বকও ভালো থাকে। তেল-ঝাল জাতীয় খাবার কম খাওয়া ভাল। নিয়ম করে প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন।