03 March 2024
কেরাটিন ট্রিটমেন্টের পর এই টোটকা না মানলে loss
credit: istock
TV9 Bangla
নিস্তেজ চুল। সামনেই আবার বন্ধুর বিয়ে। তাই চেহারায় পরিবর্তন আনতে কেরাটিন ট্রিটমেন্ট করানোর সিদ্ধান্ত নিলেন। এরপর কী করবেন?
কেরাটিন হল এক ধরনের প্রোটিন, যা চুলে অবস্থিত থাকে। এই প্রোটিন দূষণ ও চুলের অযত্নের কারণে নষ্ট হয়ে যায়। তখনই চুল নির্জীব দেখায়।
ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এই কেরাটিন ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তাই কেরাটিন ট্রিটমেন্টের পর চুলের বিশেষ যত্ন নেওয়া দরকার।
কেরাটিন করানোর পর প্রথম ৩ দিন বাড়িতে চুলে শ্যাম্পু করবেন না। ট্রিটমেন্টের পর প্রথম শ্যাম্পুটা সালোঁয় গিয়ে করাই ভাল।
বাড়িতে সবসময় সালফেট ও প্যারাবিন-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। কেরাটিন ট্রিটমেন্টের পর মাসে একবার করে স্পা করান।
ট্রিটমেন্টর পরে তিন দিনের জন্য চুল বাঁধবেন না। এতে চুলের গঠন নষ্ট হয়ে যায়। এর ট্রিটমেন্টর পর কখনও বিনুনি করবেন না।
কেরাটিন ট্রিটমেন্টের পর চুলে ঘন ঘন তাপ প্রয়োগ করবেন না। হেয়ার ড্রায়ার, কার্লার বা স্ট্রেইটনার চুলের কেরাটিনকে নষ্ট করে দেবে।
কেরাটিন ট্রিটমেন্টের পর কাঠের চিরুনি ব্যবহার করুন। এতে চুল পড়া, ফ্রিজিনেস এড়াতে পারবেন। পাশাপাশি চুলে মসৃণতা বজায় থাকে।
আরও পড়ুন