ঘুম এবং ত্বকের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ওই যে বলে “বিউটি স্লিপ”, তা শুধু কথার কথা নয়, এর পিছনে রয়েছে বিজ্ঞানও।
বর্ষার বন্ধু ছাতা
প্রতিবার ব্যবহারের পর ছাতা শুকিয়ে নিন। ছাতা ভিজে গেলে একেবারেই ভাঁজ করে রাখবেন না। পুরো ছাতা খুলে উল্টে দিয়ে হাওয়া চলাচল হয় এমন জায়গায় শুকিয়ে নিন।
ছাতার যত্ন নেওয়ার সহজ নিয়ম
সঠিকভাবে ছাতা ভাঁজ করুন - ছাতার কাপড় ঠিকঠাক গুটিয়ে স্টিল বা ফ্রেমের ভাঁজ অনুযায়ী বন্ধ করতে হবে। জোর করে চাপ দিয়ে বন্ধ করলে ছাতার ফ্রেম বেঁকে যেতে পারে।
সঠিকভাবে ছাতা ভাঁজ করুন
ছাতায় কাদা বা জল জমে থাকলে তা পরিষ্কার না করলে দাগ বা দুর্গন্ধ হতে পারে। অল্প ভিনিগার ও জল মিশিয়ে ছাতার কাপড়ে মুছতে পারেন।
নিয়মিত ছাতা পরিষ্কার করুন
বর্ষাকালে ব্যবহারের পর ছাতা খুব ভিজে জায়গায় রাখবেন না। শুকিয়ে যাওয়ার পর ভাঁজ করতে হবে। লম্বাভাবে ঝুলিয়ে রাখতে পারেন।
ছাতা কোথায় রাখছেন? খেয়াল রাখুন
প্রতিবার ছাতা শুকিয়ে যাওয়ার পর কভারে রাখতে পারেন। ভেজা ছাতা কখনই কভারের মধ্যে ভরে রাখবেন না। তা হলে ছাতার কাপড় পচে যেতে পারে।
ছাতার কভার ব্যবহার করুন
ঝড়ো হাওয়া বা বজ্রপাতের সময় ছাতা ব্যবহার না করাই ভালো (বড় ছাতা হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে)।
কখন ছাতা ব্যবহার করবেন না?
পুরোনো ছাতার ফ্রেমে যদি মরচে পড়ে, তা হলে হালকা তেল (যেমন নারকেল তেল) দিয়ে মুছে নিতে পারেন। আবার নতুনের মতো হয়ে যায়।