15 January 2024

সাদা জামাকাপড়কে নতুনের মতো চকচকে করুন এই উপায়ে

credit: istock

TV9 Bangla

যাই বলুন সাদা জামাকাপড়ের একটা আলাদাই মায়া আছে। তবে এই জামাকাপড় শুধু পরলেই হল না, তার সঠিক যত্নও দরকার।

কারণ সাদা জামা ময়লা হয় তাড়াতাড়ি। আর অপরিষ্কার সাদা জামা দেখতে ভীষণ খারাপ দেখায়। তাই সাদা জামার চাই বাড়তি যত্ন।

তাহলেই এর শোভা ফুটে উঠবে। বহু আগে থেকে সাদা জামার পরিচর্যায় ব্যবহার করা হয় উজালা। কারণ এতে জামা হয় ঝকঝকে।

তবে এ ছাড়াও কয়েকটি উপায় আছে, যা মানলে নতুনের মতো চকচক করবে জামা। কীসেগুলি? আসুন জেনে নেওয়া যাক।

বেকিং সোডা দিয়ে সাদা জামার ময়লা দাগ তুলতে পারেব। একটি পাত্রে বেকং সোডা গুলে নিন। তারপর দাগযুক্ত জায়গায় লাগিয়ে ঘষে নিলেই কাজ হবে।

এ ছাড়া একইভাবে ব্যবহার করতে পারেন সাদা ভিনিগারও। কারণ এই সাধারণ ভিনিগার জামার ময়লা দাগ তুলতে সাহায্য করে। ব্যবহার করে দেখতে পারেন।

লেবু ঘষেও সাদা জামাকাপড়ের দাগ তোলা যায়। তার জন্য এক টুকরো লেবু নিন। দাগযুক্ত স্থানে ঘষে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

স্যানিটাইজার দিয়েও পরিষ্কার হয় সাদা জামা। যদি একান্তই জামার দাগ না ওঠে তাহলে স্যানিটাইজার ব্যবহার করে দেখতে পারেন। কাজ হবে।