3 July 2024

বর্ষার সময়ে চুলকে রক্ষা করবেন কীভাবে?

TV9 Bangla

বর্ষায় চুলের ঠিক করে যত্ন নেওয়া অনেক মহিলার কাছেই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে যায়।

বৃষ্টির জল চুলে পড়লে তা চুলের ক্ষতি করে। বৃষ্টির জলে থাকা কিছু ক্ষতিকর উপাদান রুক্ষ করে দেয় চুল।

বর্ষায় আবহাওয়া থাকে ভ্যাপসা। এর জেরে মাথায় ঘাম বেশি হয়। স্ক্যাল্পে নোংরা জমে বেশি। তাই বর্ষায় সপ্তাহে তিন বার শ্যাম্পু করতে হবে।

বর্ষায় ছত্রাক, ব্যাক্টেরিয়ার সংক্রমণ হয় বেশি। তাই যে কোনও শ্যাম্পুর বদলে অ্যান্টি ব্যাক্টেরিয়াল শ্যাম্পু ব্যবহার করলে উপকার পাবেন বেশি।

বর্ষায় চুল থাকে নেতিয়ে। চুলের সতেজ ভাব বজায় রাখতে অ্যালোভেরা জেল, নারকেল তেলের মাস্ক বানিয়ে ব্যবহার করুন।

চুলের রুক্ষ হওয়া আটকাতে হবে বর্ষাকালে। তাই কন্ডিশনার ব্যবহার থেকে বিরত থাকবেন না। কন্ডিশনার চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

চুল জোরে জোরে ঘষে মুছবেন না। এতে চুল বেশি রুক্ষ হয়ে যায়। চুল ভেঙে পড়তে পারে। নরম তোলায়ে দিয়ে ধীরে ধীরে চুল মুছুন।

চুল আঁচড়ানোর বিষয়েও যত্ন নিতে হবে। মোটা চিরুণি ব্যবহার করলে বেশি ভালো হয়।