13h July, 2025

বর্ষাকালে পোষ্যর শরীর খারাপ হওয়া আটকাতে কী করবেন?

TV9 Bangla 

Credit - Pinterest 

বর্ষাকালে পোষ্য প্রাণীর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টায় আবহাওয়ার মারাত্মক পরিবর্তন হয়। এই মরসুমে আর্দ্রতা ও জীবাণু সংক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

যার ফলে এই সময় পোষ্যর শরীর খারাপ হওয়ার সম্ভবনা বেড়ে যায়। নিম্নে কয়েকটি উপায় উল্লেখ করা হল, যেগুলি মেনে চললে আপনার পোষ্য সুস্থ থাকবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যদি আপনার পোষ্য ভিজে যায়, তা হলে সঙ্গে সঙ্গে শুকিয়ে ফেলতে হবে। তোয়ালে দিয়ে ভালো করে সারা গা মুছে দিন। প্রয়োজন হলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন।

এ সময় পোষ্যর পায়ের যত্ন নেওয়া জরুরি। পোষ্যকে যদি বাইরে নিয়ে যান, তারপর বাড়িতে ফেরেন, সেই সময় পোষ্যর পায়ের নীচে কাদা বা জীবাণু থাকতে পারে। তাই হালকা গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নিন।

নিয়মিত পোষ্যর পায়ের নখ কেটে দিতে হবে। যদি দেখেন পোষ্য ত্বকের সমস্যায় ভুগছে তা হলে সাবধান হন। বর্ষায় ছত্রাক সংক্রমণ হতে পারে। খেয়াল রাখতে হবে কোনও জায়গায় চুলকানি, লালচে দাগ বা ঘা হচ্ছে কি না।

এই সময় মানুষের মতো পোষ্যরও পেটের রোগ হতে পারে। যার ফলে খেয়াল রাখতে হবে পোষ্যকে যে খাবার দিচ্ছেন, তা যেন বাসি না হয় শুকনো খাবার দিলে ভালো।

পোষ্য যে পাত্র জল খায়, সেই জলের পাত্র ঢেকে রাখুন। পরিষ্কার ফিল্টার জল দিতে হবে। প্রয়োজন মতো রোগের প্রকোপ এড়াতে টিকা দিতে হবে পোষ্যকে।

পোষ্যের শোবার জায়গা শুকনো রাখতে হবে। ঘরের কোণে স্যাঁতস্যাঁতে বিছানা বা কাপড় রাখবেন না। শুকনো কাপড় বা ম্যাট দিন। মাঝে মাঝে এগুলো রোদে দিতে হবে।