15 March 2024
ফেসপ্যাক মাখার সঠিক নিয়ম জানা আছে?
credit: istock
TV9 Bangla
ফেসপ্যাক ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে। আর্দ্রতা ফিরিয়ে এনে, ত্বক থেকে যাবতীয় ময়লা, জীবাণু ও তেল পরিষ্কার করে দেয়।
সপ্তাহে একদিন করে হোমমেড ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। তার মধ্যে ব্রণ, রিংকেলসও রয়েছে।
ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী ফেসপ্যাক ব্যবহার করুন। চেষ্টা করুন প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করার।
ফেসপ্যাক ব্যবহারে ত্বকে পুষ্টি মেলে। কিন্তু সঠিক উপায়ে ফেসপ্যাক ব্যবহার না করলে কোনও উপকারই মিলবে না।
ফেসপ্যাক ব্যবহারের আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর মাইল্ড স্ক্রাব ব্যবহার করে ত্বক এক্সফোলিয়েট করে নিন।
মুখ ধোয়ার পর ফেসপ্যাক মেখে নিন। ঠোঁট ও চোখ বাদে ত্বকের বাকি অংশে ফেসপ্যাক লাগিয়ে নিন। এমনকি গলাতেও ফেসপ্যাক মাখুন।
ফেসপ্যাক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ত্বকে ফেসপ্যাক সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখে ধুয়ে ফেলুন।
ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। এরপর শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। একদম শেষে মুখে টোনার ও ময়েশ্চারাইজার মেখে নিন।
আরও পড়ুন