রোদে পোড়া মুখে জেল্লা ফেরাতে এই ফেসপ্যাকের তুলনা নেই
10 September 2023
রোদ-গরম দূষণে সকলেরই দফারফা অবস্থা। বৃষ্টি হলেও যেন শান্তি নেই। চিটচিটে ঘাম, গরমে যেমন মানসিক অশান্তি লেগে থাকে তেমনই মেজাজও বিগড়ে থাকে
এই রোদ এমনই হচ্ছে যেখানে সানস্ক্রিন মাখলেও কোনও রকম কাজ হয় না। বর্ষায় বৃষ্টিতেও এবার ঘাটতি রয়েছে। জমা মেঘে বৃষ্টি হলেও ইতি-উতি জল জমে থাকছে, বাড়ছে ডেঙ্গুও
সবথেকে বেশি ক্ষতি হচ্ছে ত্বকের। বাড়ি থেকে বেরনোর অন্তত ৩০ মিনিট আগে সানস্ক্রিন মাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এবার একবার সানস্ক্রিন মাখলে তা সারাদিন ধরে কাজ করে না
তাই প্রয়োজনে দুই থেকে তিনবারও সানস্ক্রিন মাখতে বলছেন অনেকেই। বাজারে অনেক রকম ভাবে সানস্ক্রিন পাওয়া যায়। জেল, ক্রিম, পাউডার-এ তিনরকম ভাবেই মেলে
এক্ষেত্রে সানবার্ন তো হয়ই পরবর্তীতে সেখান থেকে সানট্যানও পড়তে পারে। সেই কারণে ত্বকে কালচে দাগ ছোপ পড়ে যায়। তবে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে সবথেকে ভাল হল অ্যালোভেরা জেল
সানট্যান, কালো ছোপ বা ত্বকে যদি কোনও কারণে ছ্যাঁকা লাগে সেক্ষেত্রেও খুব ভাল কাজ করে অ্যালোভেরা জেল। বাজারে প্রচুর রকম অ্যালোভেরা জেল পাওয়া যায়
এই জেল শুধু মাখলেও হবে। আবার জেলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন সামান্য কিছু উপাদান। এতে ফিরবে হারিয়ে যাওয়া জেল্লা। অ্যালোভেরা জেলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়ে মুখে মাখুন, এতে কালো দাগ-ছোপ উঠবেই
এক টেবিল চামচ বেসন, টকদই, লেবুর রস আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে দিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন
অ্যালোভেরা জেল, এক চিমটে হলুদ, বেসন ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। মুখ ধুয়ে এই প্যাক লাগিয়ে ১৫ মিনিট রাখতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে ভাল করে ধুয়ে নিন, কাজ হবেই