13 March 2024
ত্বকের সমস্যা পিছু ছাড়ছে না? এই তেল মাখুন
credit: istock
TV9 Bangla
দাঁতের গোড়ায় যন্ত্রণা থেকে মুক্তি পেতে লবঙ্গ খান? লবঙ্গের তেলও ব্যবহার করুন ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে।
লবঙ্গের তেল এসেনশিয়াল অয়েল হিসেবে বাজারে পাওয়া যায়। খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গ হাজারো সমস্যা দূর করে।
ত্বকের সমস্যা দূর করতে লবঙ্গের তেল দুর্দান্ত কাজ করে। শুষ্ক ত্বক, চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে লবঙ্গের তেল।
ব্রণর সঙ্গে লড়াই করতে লবঙ্গের তেল ব্যবহার করুন। লবঙ্গের তেল ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং প্রদাহ কমায়।
বার্ধক্যের লক্ষণগুলো প্রতিরোধে লবঙ্গের তেল ব্যবহার করুন। এই তেল রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোলাজেন গঠনে সহায়তা করে।
লবঙ্গের তেল ব্যবহার করলে দাগছোপ, ফুসকুড়ি ইত্যাদি ত্বকের সমস্যা থেকে মুক্তি মেলে। এই তেল ত্বক থেকে মৃত কোষ দূর করে দেয়।
ত্বকের অস্বস্তি থেকে মুক্তি দেয় লবঙ্গের তেল। যেহেতু এটি এসেনশিয়াল অয়েল, তাই লবঙ্গের তেল ব্যবহার করুন সঠিক উপায়ে।
ময়েশ্চারাইজার কিংবা কেরিয়ার অয়েলের সঙ্গে লবঙ্গের তেল মিশিয়ে মুখে মাখুন। এতে ত্বকের যাবতীয় সমস্যা থেকে রেহাই মিলবে।
আরও পড়ুন